
জয়পুরহাটে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মী গ্রেফতার
জয়পুরহাটে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মী গ্রেফতার
নিশাত আনজুমান, স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: নাশকতার আশঙ্কায় জয়পুরহাটে বিএনপি ও জামায়াতের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০৬ ফেব্রুয়ারি) সকাল থেকে মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সহকারী পুলিশ সুপার একরামুল হক প্রত্যহ নিউজকে জানান, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় জেলার পাঁচ থানা থেকে বিএনপির ১৮ ও শিবিরের ২ জনসহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।তারা বিভিন্ন মামলার আসামি।
গ্রেফতারকৃতদের মধ্যে আক্কেলপুর থানার বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোশাররফ হোসেন, পাঁচবিবি উপজেলার বাগজানা ওয়ার্ড বিএনপির সভাপতি লেবু মিয়া ও জয়পুরহাট সদরের ধলাহার ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান রয়েছেন।