কুড়িগ্রামে বিএমএসএফ’র আহবায়ক কমিটি গঠিত

কুড়িগ্রামে বিএমএসএফ’র আহবায়ক কমিটি গঠিত

প্রত্যহ ডেস্ক:-

দেশব্যাপী সাংবাদিকদের উপর মিথ্যা মামলা-সন্ত্রাসী হামলা হয়রানিসহ সকল নির্যাতন বন্ধ ও সাংবাদিকদের অধিকার আদায়ে ১৪ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের’র সারাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলা কমিটি গঠন করা হয়েছে। ঊনসত্তর টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার নাদিরা খানম তুলির সঞ্চালনায় সোমবার বিকাল ৫ টায় জেলার সিমান্ত কফি হাউজে আয়োজিত স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে জেলা কমিটি গঠন করা হয়। কলকাতা টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আতিকুর রহমান রানাকে আহবায়ক ও ঊনসত্তর টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার ও একুশেরবানী পত্রিকার জেলা প্রতিনিধি আলমগীর হোসাইনকে সদস্য সচিব করে ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক জয়নুল আবেদীন রংপুর চিত্র কুড়িগ্রাম প্রতিনিধি, হাফিজুর রহমান বাবু দৈনিক যুগের আলো নাগেশ্বরী, বাদশা সৈকত এস এ টিভি কুড়িগ্রাম, আলী আজম খান দৈনিক করতোয়া কুড়িগ্রাম, হারুন অর রশিদ দৈনিক ইনকিলাব কুড়িগ্রাম, সদস্য নাদিরা খানম তুলি ঊনসত্তর টিভি সমগ্র বাংলাদেশ, গোলাম মাহবুব দৈনিক যুগান্তর চিলমারী, মামুন অর রশিদ দৈনিক ভোরের কাগজ চিলমারী, রিয়াদুল ইসলাম বাবু যায়যায়দিন চিলমারী, ফজলুল হক ঊনসত্তর টিভি কুড়িগ্রাম, জিয়াউর রহমান জিয়া দৈনিক করতোয়া চিলমারী, আবু সাইদ সরকার দৈনিক মানবজমিন উলিপুর, মোন্নাফ আলী দৈনিক সমকাল উলিপুর, জাহাঙ্গীর আলম দৈনিক ইত্তেফাক উলিপুর, তৈয়বুর রহমান দৈনিক ভোরের কাগজ উলিপুর,মন্জুরুল হান্নান দি বাংলাদেশ টুডে উলিপুর, আনিছুর রহমান মিয়াজী দৈনিক সংবাদ উলিপুর, আমিনুল ইসলাম বিটু দৈনিক যুগান্তর উলিপুর, ফিরোজ কবীর কাজল দৈনিক যোগাযোগ উলিপুর, মুসা মোর্শেদ কলকাতা টিভি লালমনিরহাট, শাখাওয়াত আলম জনি কলকাতা টিভি কুড়িগ্রাম সদর, গাউসুল আজম কলকাতা টিভি কুড়িগ্রাম। নেতৃবৃন্দ (Bmsf Central Bmsf Central) ঘোষিত ১৪ দফা দাবী ও সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।