
ছাগলনাইয়া একাডেমীর প্রাক্তন ছাএদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদকঃঃ ছাগলনাইয়া একাডেমীর প্রাক্তন ছাএদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার(১৫ জুন) বিকেলে স্কুলের মিলনায়তনে অনুষ্ঠানে অতিথি ছাগলনাইয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক অাবদুল অাউয়াল চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মোঃ অালী, ডাঃ দিদারুল অালম,ডাঃ নাহিদুল অালম,প্রাক্তন অাবদুস সালাম,তাইফুন,ডালিম প্রমূখ। অনুষ্ঠানে ২০১৮ সালের জেএসসি ও এসএসসি পরীক্ষায় উওীর্ণ অএ বিদ্যালয়ের ৩৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।