“বিসিবির বিপক্ষে ফেসবুক গ্রুপ ক্রিকেটখোরের অহিংস প্রতিবাদ”

এই বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে হোয়াইটওয়াস , বিশ্বকাপে এক সাকিবের অতিমানবীয় খেলার পরও অন্যদের সাপোর্ট না পাওয়ায় ৮ নাম্বার দল হয়ে বিদায় নেয় বাংলাদেশ। বিশ্বকাপের পর শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াস , সর্বশেষ দেশের মাটিতে নবাগত আফগানিস্তানের কাছে টেস্ট ম্যাচ হারতে হয়, হার থেকে রক্ষা করতে পারে নাই বৃষ্টি বাঁধাও। যেখানে বাস্তবে সবচেয়ে অভিজ্ঞ দল নিয়ে হওয়ার কথা ছিল বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়া সেখানে ৮ নাম্বার দল বাংলাদেশ। যেখানে স্বপ্ন দেখি টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫ নাম্বার দল হওয়া সেখানে ১১ নাম্বার দলের কাছে টেস্ট ম্যাচ হারা।
এমন পরিস্থিতিতে বাংলাদেশ ফেসবুকের জনপ্রিয় গ্রুপ ক্রিকেটখোর অহিংস প্রতিবাদ জানিয়ে তাদের গ্রুপের সকল ধরনের কার্যক্রম বন্ধ রেখেছ , যে গ্রুপটি ২০১৩ সাল থেকে বাংলাদেশের ক্রিকেটকে তাদের বুকে লালন করে আসছে। মাঠে এবং মাঠের বাহিরে। ক্রিকেটখোর গ্রুপের বর্তমান মেম্বার সংখ্যা ৪ লক্ষ ৫২ হাজার যাদের সারাদেশের ২৩ জেলায় ক্রিকেট নিয়ে কার্যক্রম চলছে প্রতিনিয়িত । তাদের স্লোগানে আছে ডাল ভাতের সাথে ক্রিকেট খাই টাইগারদের জন্য গলা ফাটাই এমন অবস্থায় তারা মাঠে গিয়ে খেলা দেখা থেকে বিরত থাকবে বলে জানা যায় তাদের গ্রুপে।

তাদের সাথে যোগাযোগ করলে ফেনী টিভির প্রতিনিধিকে ক্রিকেটখোর গ্রুপের এডমিন ফয়জুল ইসলাম জানায়, বর্তমানে আমাদের দেশের ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকারের মাঝে আছে । যেখানে আমাদের ক্রিকেটবোর্ডের সভাপতির আজকের ফ্রেস ব্রিফিংয়ে জানায় দেশের ক্রিকেটের কিছুই হয় নাই এখনও, ভালই চলছে সব। বোর্ডের বর্তমান দায়িত্বে যারা রয়েছে তারা এই দেশের ক্রিকেটকে ধ্বংস করেই ছাড়বে। নির্বাচক গুলো জাতীয় দল নির্বাচনে এখনও ২০০৫ সালের চিন্তাভাবনায় নির্বাচন করে। আমাদের ঘরোয়া লীগ গুলো পিকনিক লীগের মত হয় যার কারনে কোন ট্যালেন্ট বের হয়ে আসার সুযোগ পায় না, এই কারনে আমদের পাইপ লাইন দুর্বল। দেশের অবকাঠামোকে জিম্বাবুয়ে ও কেনিয়া ক্রিকেটের মত পরিণত করার পায়তারায় লিপ্ত বিসিবির স্বার্থান্বেষী কিছু ব্যক্তি। এভাবে যদি চলতে থাকে দেশের ক্রিকেট একদিন তলিয়ে যাবে গভীর সাগরে যেখান থেকে উঠে আসা কঠিন থেকেও কঠিনতর হবে উদাহরণ আমাদের দেশের ৮০ দশকের জনপ্রিয় ফুটবলের কথাই ধরেন যেখানে এত ক্রেজিনেস ছিল ফুটবল নিয়ে , সেই জনপ্রিয়তা আজ কেন নেই? কোথায় সেই ৮০ দশকের ফুটবল আর আজকের বাংলাদেশ ফুটবল? আমরা চাই না আমাদের ক্রিকেট হারিয়ে যাক ফুটবলের মত বিসিবির দুর্নীতি ও যৌগ্য লোকের অভাবের কারনে।
বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রাণের স্পন্দন ক্রিকেটকে বাঁচাতে বোর্ডের কার্যক্রমের বিপক্ষে নীরব প্রতিবাদ জানাচ্ছে ক্রিকেটখোর। তাদের সাথে এবার শামিল হচ্ছে ফেসবুকের অন্য গ্রুপ গুলো। ১৬ কোটি মানুষের প্রাণ সাকিব আল হাসান’ সহ এর মত ক্রিকেটারদের ফ্যানবেজ গ্রুপ গুলো । আশা করব বিসিবির দায়িত্বে যারা আছেন সবার এবার টনক নড়বে এমন এমন ভার্চুয়াল জগতের ক্রিকেট গ্রুপ গুলোর অহিংস্র প্রতিবাদে।