
ফেনীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ছাগলনাইয়া ও পরশুরাম চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক» জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব- ১৭) এর ফাইনালে ছাগলনাইয়া উপজেলা একাদশ (বালক) ও পরশুরাম উপজেলা একাদশ (বালিকা) চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ফেনীর ভাষা শহীদ সালাম ষ্টেডিয়ামে টুর্নামেন্ট এর ১ম ব্যাচে বালিকাদের খেলায় পরশুরাম উপজেলা একাদশ ৩-২ গোলে সোনাগাজী উপজেলা একাদশকে হারায় অপরদিকে বালকদের খেলায় ছাগলনাইয়া উপজেলা একাদশ ২-১ গোলে ফেনী পৌরসভা একাদশকে হারিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পি. কে. এম এনামুল করিম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমনী আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মজিবুল হক রিপন, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ।
ফেনী জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার এন.এম আবদুল্লাহ আল-মামুন, মোতাসেম বিল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাহার উদ্দিন বাহার, আবদুল মোতালেব হুমায়ুন, নুরুল আফসার কবির শাহজাদা, আশরাফুল আনোয়ার শিমুলসহ প্রশাসনের কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ। ছাগলনাইয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আফছারুল হাই উজ্জ্বল ও সাংবাদিক রবিউল হক রবি, মোহাম্মদ আলী প্রমূখ।