Featured Video Play Icon

ছাগলনাইয়ায় যৌন নিপীড়নের প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থীদের উপর বখাটেদের হামলা, আহত ৪

যৌন নিপীড়নের প্রতিবাদ করায় ফেনীর ছাগলনাইয়ায় এসএসসি পরীক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বখাটেরা। বখাটেদের হামলায় চারজন পরীক্ষার্থী আহত হয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। মঙ্গলবার (২২জানুয়ারি) বিকালে ঘোপাল ইউনিয়নের হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয়ের গেইটে এ হামলার ঘটনা ঘটে। বখাটেদের সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও তাদের গ্রেফতারের দাবিতে বুধবার সকালে ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা আধাঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, স্থানীয় বখাটে একরাম, পলাশ, শরিফ, রিমন ও পাভেল প্রতিদিন এ বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে যাওয়া আসার পথে উত্যক্ত করে আসছিল। মঙ্গলবার দুপুরে এসএসসি পরীক্ষার্থী কয়েকজন ছাত্র স্কুল সড়কে বখাটেদের দাড়িয়ে থাকতে দেখে ছাত্রীদের উত্যক্ত না করতে সর্তক করে দেন। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে একঘন্টা পরই স্কুলে গিয়ে উল্টো শিক্ষার্থীদের বিরুদ্ধে নালিশ এবং শিক্ষকদের শাসিয়ে দেয়। বিষয়টি নিয়ে শিক্ষক ও কমিটির লোকজনের মধ্যে আলোচনা শেষ না হতেই বিকাল চারটার দিকে পাভেল ছাড়া বাকি চারজন স্কুল গেইটে এসে অবস্থান নেয়। স্কুল ছুটির পর পরীক্ষার্থীসহ ছাত্রছাত্রীরা স্কুল ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় বখাটেরা তাদের চোখেমুখে বালি ছুড়ে মারে। এসময় শিক্ষার্থীদের ঝাপিয়ে পড়ে বখাটেরা। তাদের এলোপাতাড়ি কিলঘুষিতে এসএসসি পরীক্ষার্থী ইমরান হোসেন ইমন,আবু সাইদ, মেহেদী হাসান এবং আশ্রাফুল ইসলাম আহত হয়। এদের মধ্যে রক্তাত্ব অবস্থায় ইমরান হোসেন ইমনকে ছাগলনাইয়া হাসপাতালে পাঠানো হয়। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
পরীক্ষার্থী নাইম উদ্দিন জানান, বখাটেদের বিচারের দাবিতে শিক্ষার্থীরা বুধবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কে মানববন্ধন করে। এসময় আধাঘন্টা সড়ক অবরোধ করে রাখা হয়। পরে প্রধান শিক্ষক মোঃ মোমিনুল হকের বিচারের আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে বিদ্যালয় ফিরে যায়। মানববন্ধনে প্রধান শিক্ষক ছাড়াও বক্তব্য রাখেন স্কুল ছাত্র আশ্রাফুল হক যোবায়ের এবং তানভীরুল আলম ভুইয়া।
প্রধান শিক্ষক বলেন, ‘ হামলাকারী একরামুল হক হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। স্কুলের নির্বাচনী পরীক্ষায় সে ৮ বিষয়ে ফেল করে। তাকে ফরম ফিলাপ না করানোয় সে শিক্ষকদের উপর আগে থেকে ক্ষিপ্ত ছিল। মঙ্গলবারও সে দলবল নিয়ে স্কুলে এসে শিক্ষকদের হুমকি দিয়ে যায়। তার সাঙ্গপাঙ্গরা প্রতিনিয়ত ছাত্রীদের উত্যক্ত করে আসছে। পরীক্ষার্থী ছাত্ররা তার উত্যক্তের প্রতিবাদ করায় সে কিশোর গ্যাং নিয়ে স্কুল গেইটে এসে ছাত্রদের উপর হামলা করেছে। ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে বুধবার মানববন্ধন করেছে। আমরা কমিটির সঙ্গে আলোচনা করে দ্রুত বখাটেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।’
ঘোপাল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, হামলার ঘটনা পুলিশকে জানানো হয়নি। মানববন্ধনের খবর পেয়ে তিনিসহ দুজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বখাটেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বস্ত করেছেন তিনি।