ছাগলনাইয়ায় গরু চুরির মামলার আসামী গ্রেফতার

ছাগলনাইয়ায় গরু চুরির মামলার আসামী মোঃ এছানুল হক শুভ (১৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার দক্ষিণ যশপুর গ্রামের নেজামুল হক মজুমদার ছেলে। ছাগলনাইয়া থানার ওসি মোঃ শহীদুল ইসলাম এর নেতৃত্বে ওসি তদন্ত কাজী মোঃ রফিক আহমেদ, এস আই মোঃ মহিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ শনিবার ( ২২ জানুয়ারি) দক্ষিণ যশপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ এছানুল হক শুভ গ্রেফতার করা হয়। আসামী শুভর দেয়া তথ্যের ভিওিতে ফেনী সদর থানাধীন দক্ষিণ ধলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে গরু ব্যাপারী দাউদ নবীর বাড়ীর গোয়াল ঘর হতে চুরি হওয়া ১টি গরু উদ্ধার করা হয়। গত ২০ জানুয়ারি রাতে বাদী থানায় এজাহার দায়ের করেন যে, তার লাল রংয়ের ১টি ধামরি গরু চুরি হয়ে যায়। বাদীর এজাহারের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে গরুটি উদ্ধার করা হয়। ওসি মো: শহীদুল ইসলাম জানান, ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।